ইডির কাছে মুকুল রায়ের সাথে মুখোমুখি জেরায় বসানোর দাবি কুনালের।
নজরবন্দি ব্যুরোঃ সারদা মামলায় কুনাল ঘোষকে এর আগে সিবিআই দফায় দফায় জেরা করেছে। এমনকী কয়েক বছর আগে সিবিআই এর হাতে এই মামলায় তিনি গ্রেফতারও হন। পরে জামিনে ছাড়া পেয়েছেন। কিন্তু এখন তাকে এই মামলাতে জেরার জন্য যেতে হয়। ইডি বা সিবিআই মাঝে মাঝে তাকে জেরার জন্য ডাকেন। যেমন আজ দেকেছিলেন তাকে। আজ তিনি ইডির কাছে দাবি জানিয়েছেন রাজীব কুমারের মত এবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।
ইডি দফতর থেকে বেরোনোর সময়েই কুণাল বলেন, এই মামলায় যখন যেভাবে সিবিআই আমায় ডেকেছে আমি হাজিরা দিয়েছি। প্রশ্নের উত্তর দিয়েছি। আগামী দিনেও একই কাজ করব। জেরা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুনাল ঘোষ সেখানে প্রসঙ্গ উঠে মুকুল রায়ের। তিনি বলেন এর আগে রাজীব কুমারের সাথে আমার মুখোমুখি জেরা করেছিল সিবিআই আমি তাতে রাজি ছিলাম। এবার আমি ইডি ও সিবিআই কে অনুরোধ করেছি মুকুল রায় এর সাথে আমাকে সামনাসামনি বসানো হোক তাতে এই তদন্তের অনেক উপকার হবে।
ইডি দফতর থেকে বেরোনোর সময়েই কুণাল বলেন, এই মামলায় যখন যেভাবে সিবিআই আমায় ডেকেছে আমি হাজিরা দিয়েছি। প্রশ্নের উত্তর দিয়েছি। আগামী দিনেও একই কাজ করব। জেরা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুনাল ঘোষ সেখানে প্রসঙ্গ উঠে মুকুল রায়ের। তিনি বলেন এর আগে রাজীব কুমারের সাথে আমার মুখোমুখি জেরা করেছিল সিবিআই আমি তাতে রাজি ছিলাম। এবার আমি ইডি ও সিবিআই কে অনুরোধ করেছি মুকুল রায় এর সাথে আমাকে সামনাসামনি বসানো হোক তাতে এই তদন্তের অনেক উপকার হবে।
No comments