Header Ads

আস্থা ভোটে যোগ দিতে বাধ্য নয় কর্ণাটকের বিধায়করা: সুপ্রিম কোর্ট

নজরবন্দি ব্যুরো: আস্থা ভোটের আগেই কর্ণাটকের বিধায়কদের ইস্তফা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ রায় দিল শীর্ষ আদালত। যদিও এই বিষয় স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে আদালত।
এর পাশাপাশি বৃহস্পতিবারের আস্থাভোটে বিধায়কদের হাজিরা থাকার জন্য চাপ দেওয়া যাবে না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

জেডিএস-কংগ্রেস জোটের ১৬ জন বিধায়ক ও ২ নির্দল বিধায়ক পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। ওই বিধায়কদের পদত্যাগপত্র গৃহীত হলে জোটের ১১৮ সদস্য সংখ্যা তা কমে ১০০ কাছে চলে আসবে। আর যদি এটা হয় তাহলে গরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সংখ্যা ১১৩ থেকে নেমে হবে ১০৫ ।
অপরদিকে বিজেপির কাছে ১০৫ জন সদস্য এবং ২ জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। যার ফলে তাঁদের শিবিরে থাকা বিধায়কের সংখ্যা দাঁড়াবে ১০৭-এ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ বিক্ষুব্ধ বিধায়ক, স্পিকার এবং মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর বক্তব্য শুনেছে। মঙ্গলবার দিনভর শুনানি চলে। বিদ্রোহী বিধায়কদের আইনজীবী মুকুল রোহতগি এই প্রসঙ্গে বলেন, স্পিকার বিধায়কদের ইস্তফা নিয়ে একজন রাজনৈতিক দলের সদস্যের মতো কথা বলতে পারেন না। বিধায়কেরা স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন কিনা তা খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.