Header Ads

অবশেষে লাহোরে গ্রেফতার ২৬/১১-এর মূল চক্রী হাফিজ সইদ!

নজরবন্দি ব্যুরো: বহু বিতর্ক ও অপেক্ষার পরে মুম্বাই হামলার মূল চক্রী কুখ্যাত হাফিজ সইদকে গ্রেফতার করল পাকিস্তান সরকার। হাফিজকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠান হয়েছে। এমনই খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের এক সংবাদমাধ্যমে।


এই সন্ত্রাসবাদীকে গ্রেফতারের পরেই কিছুটা হলেও খুশি ভারত। দীর্ঘদিন ধরেই হাফিজ সইদের বিরুদ্ধে পাকিস্তানকে একাধিক তথ্য দিয়ে এসেছে ভারত। লাহোর থেকে গুরানওয়ালা ফেরার পথে তাকে গ্রেফতার করে পাক পুলিশ।

হাফিজের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ সাহায্য ও নাশকতার বিভিন্ন কাজে জড়িত থাকার প্রত্যক্ষ অভিযোগ রয়েছে। পাকিস্তানের পঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে এদিন গ্রেফতার হয় হাফিজ সইদ। গোটা ঘটনাপ্রবাহের ওপর নজর রাখছে ভারত।

রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সইদকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণার পর থেকেই চাপ বাড়ছিল পাকিস্তানের ওপরে। বুধবার লাহোর থেকে গুরানওয়ালা ফিরছিল লস্কর প্রধান। পথে তাকে আটকায় পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। আপাতত তাকে জেলেই রাখা হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.