বিজেপির নব্য কর্মীদের হাতে মার খেয়ে হাসপাতালে ২ আদি কর্মী!
নজরবন্দি ব্যুরো: বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির নবাগত কর্মীদের দিকে। এমন ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ওই এলাকার বিজেপির আদি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত নবাগতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন দলের পুরনো কর্মীরা।
এমন ঘটনাটি ঘটেছে গতকাল আরামবাগের মাধবপুর পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত ওই বিজেপি নেতারা হলেন বিশ্বজিৎ ভুক্ত ও জয়ন্ত সাঁতরা।
এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে বিভিন্ন পঞ্চায়েতে একাধিক দাবিতে ডেপুটেশন দেওয়ার কাজ চলছে। এই উপলক্ষে পঞ্চায়েত ভিত্তিক একটি করে উন্নয়ন কমিটি তৈরি করা হয়েছে। ওই নতুন কমিটি নিয়ে ক্ষুব্ধ ছিলেন দলের নবাগত শেখ জহিরুল ইসলাম–সহ বেশ কয়েকজন কর্মী। অভিযোগ, এদিন পঞ্চায়েত ভবন সংলগ্ন এলাকায় জহিরুল ও তাঁর অনুগামীরা দলেরই ওই দুই কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
আক্রান্ত বিশ্বজিৎ ভুক্ত জানান, প্রথমে তাকে মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে গলায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়। তাঁর গোটা শরীরে আঘাত করা হয়েছে। এর পরে তাঁর কোমরে পিস্তল ঠেকিয়ে তা চালিয়ে দেওয়ার ভয় দেখান হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরে দলের কর্মীরা এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এমন ঘটনাটি ঘটেছে গতকাল আরামবাগের মাধবপুর পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত ওই বিজেপি নেতারা হলেন বিশ্বজিৎ ভুক্ত ও জয়ন্ত সাঁতরা।
এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে বিভিন্ন পঞ্চায়েতে একাধিক দাবিতে ডেপুটেশন দেওয়ার কাজ চলছে। এই উপলক্ষে পঞ্চায়েত ভিত্তিক একটি করে উন্নয়ন কমিটি তৈরি করা হয়েছে। ওই নতুন কমিটি নিয়ে ক্ষুব্ধ ছিলেন দলের নবাগত শেখ জহিরুল ইসলাম–সহ বেশ কয়েকজন কর্মী। অভিযোগ, এদিন পঞ্চায়েত ভবন সংলগ্ন এলাকায় জহিরুল ও তাঁর অনুগামীরা দলেরই ওই দুই কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
No comments