Header Ads

মাথা নিয়েই যত সমস্যা কংগ্রেসে! আবার কি সভাপতি পদে সনিয়া?

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের পর কংগ্রেসের খারপ ফলের দ্বায় নিয়ে সভাপতির পদ থেকে সরে গিয়েছেন রাহুল গান্ধী। যদিও দলের কেও তা মেনে নিতে পারেননি। বার বার অনুরোধ করার পরও রাহুল তাঁর সিদ্ধান্তে অনড় থেকেছেন। ২০১৯-এর লোকসভা ভোটের পর রাজনৈতিক শক্তির দিক থেকে কংগ্রেস খুবই খারাপ জায়গায় রয়েছে। এবারের নির্বাচনে তারা মাত্র ৫২ টি আসন দখল করে। সনিয়া গান্ধী রায়বরেলি থেকে জিততে পারলেও দীর্ঘদিন কংগ্রেসের গড় হিসেবে পরিচিত আমেথি থেকে পরাজিত হয়েছেন রাহুল। এবার অনেকের নাম উঠেছিল সভাপতি পদের জন্য।
 কিন্তু সুত্রের খবর দলের বর্ষীয়ান নেতারা আবার সনিয়া গান্ধীকেই সভাপতি হিসেবে চাইছেন।২০১৭-তে সভাপতি পদ থেকে সরে গিয়েছিলেন সনিয়া গান্ধী। তারপর থেকে তিনি ইউপিএ চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী যদি তিনি সভাপতি পদে আবার আসেন তাহলে বিজেপির রাজনৈতিক কৌশলে নতুন করে হাওয়া যোগাবে কারণ তাঁরা আবার পরিবারতন্ত্র কে সামনে নিয়ে আসবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.