Header Ads

আদালতে বিচারপতিকে তীব্র আক্রমণ সাংসদ কল্যাণের!

নজরবন্দি ব্যুরো: বিতর্ক বিধাননগর পুরনিগমের অনাস্থা মামলা নিয়ে। আদালতে সওয়াল-জবাবের চলার সময় উঠে এল বনগাঁ পুরসভা নিয়ে চলা বিতর্ক। বনগাঁর আস্থাভোটে শাসকদলের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।
বলেন, "পুলিশ ও শাসকদল একসাথে কাজ করেছে। নিময়মাফিক কাজ করতে বলেছিলাম। চেয়ারম্যান অনাস্থা আনতেই দেননি।"আর তাতেই ক্ষিপ্ত হয়ে বিচারব্যবস্থাকে নজিরবিহীন আক্রমণ করে বসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন শ্রীরামপুরের তৃণমূলের এই আইনজীবী সাংসদ।

জানা গিয়েছে, বিধাননগর পুরনিগমের অনাস্থা ভোট নিয়ে চলছে জোর সওয়াল-জবাব। সেই সময় প্রসঙ্গ ক্রমে উঠল মঙ্গলবারের বনগাঁ-কাণ্ড। কড়া মন্তব্য করলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। ভরা এজলাসে বিচারপতির সামনেই বিচারব্যবস্থার নিরপেক্ষতা কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শেষে পর্যবসিত হল ব্যক্তি আক্রমণে। বিচারপতির উদ্দেশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি আইনের এ-বি-সি-ডি জানেন না"। পরে অবশ্য নিজের এই বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন কল্যাণ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.