দলে নতুন ভূমিকা নেবেন ধোনি, কি তা জানেন?
নজরবন্দি ব্যুরোঃ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। বিসিসিআইয়ের তরফে এখবর একপ্রকার নিশ্চিতই করে দেওয়া হয়েছে। আগামী ১৯ জুলাই ঘোষিত হবে দল। সেখানে ধোনিকে না রাখার সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত। কবে তিনি অবসর নেবেন বা অদূর ভবিষ্যতে আদৌ নেবেন কিনা, সে বিষয়টিও এখনও পরিষ্কার করেননি মাহি। তবে তাঁকে দেখা যেতে পারে নতুন এক ভূমিকায়।
কি সেই নতুন কাজ? সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বোর্ড কর্তা জানিয়েছেন ফার্স্ট চয়েস উইকেটকিপার হিসেবে ধোনি মোটেই দলের সঙ্গে বিদেশে কিংবা দেশের কোনও সফরে থাকবেন না। ঋষভই প্রথম একাদশে থাকবেন। ধোনি ১৫ জনের স্কোয়াডে থাকবেন। এভাবে উনি দলের মসৃণ রূপান্তরে সাহায্য করবেন। তাহলে এই নিয়ে মাহি কি বলছেন? না এখনও তিনি চুপ করেই আছেন। তবে তাঁর এই নতুন ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
No comments