Header Ads

বিজেপির পথে শোভন, কথা প্রায় চূড়ান্ত।

নজরবন্দি ব্যুরো: দলবদল শুধু সময়ের অপেক্ষা! তৃণমূল হারাতে চলেছে আর এক কোহিনুরকে। তিনি হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে তিনি যেতে চলেছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরে। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেন নি শোভন। অনেকেই বলছেন তিনি এই বিষয়ে মুখ খোলার প্রয়োজন বোধ করেন নি! মেয়র ও মন্ত্রীত্ব পদ ছাড়ার পর থেকে ক্রমশ দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে শোভন। কিন্তু এতদিন বিজেপির নাগালের বাইরে রেখেছিলেন নিজেকে। কিন্তু এবার আর হাত গুটিয়ে বসে থাকতে না রাজ প্রাক্তন মেয়র। এবার তিনি নড়েচড়ে বসতে শুরু করেছেন।


মন্ত্রীত্ব ও মেয়র পদ ছাড়ার পর থেকে দলের কোনও কর্মসূচিতে যোগ দেন নি তিনি। এর থেকে তিনি বুঝিয়ে দেন দলের কাজে তিনি সন্তুষ্ট নন। এর ফলে স্বাভাবিক ভাবে গুঞ্জন ছড়ায় বিজেপিতে যাচ্ছেন প্রাক্তন মেয়র। এক সময় শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন, " এখন বিজেপিতে যাচ্ছি না মানে এই নয় যে কখনও যাব না।"
প্রাক্তন মেয়রের সামনে যে সব রাস্তা খোলা আছে তা বুঝিয়ে দিয়েছিলেন শোভন বান্ধবী। কিন্তু এবার বক্তব্যের অভিমুখ বদলে ফেললেন বৈশাখী। এক সংবাদমাধ্যমের খবর অনুসারে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে বলেছেন, শোভন চট্টোপাধ্যায় মনে করছেন যে মা-মাটি-মানুষের দল এখন মানুষের থেকে বিচ্ছিন্ন। তাঁকে যতটা চিনি, তাতে আমার মনে হয় যে, এই জায়গাটায় কোনও আপস তিনি করবেন না।"
সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথাবার্তা অনেকটা পাকা হয়ে গিয়েছে শোভন-বৈশাখীর। লোকসভা নির্বাচনের আগে কথা হচ্ছিল শুধু বৈশাখীর দলবদল নিয়ে। এ বার শোভন চট্টোপাধ্যায় নিজেও কথাবার্তায় অংশ নিয়েছেন বলে খবর। গত শনিবার পর্যন্ত যিনি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন, সেই রামলালের সঙ্গেই শোভন-বৈশাখীর রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সে বৈঠক খোদ অমিত শাহ এবং জে পি নাড্ডার সম্মতিক্রমেই হয়েছে বলেও জানা গিয়েছে। আর তাই বলাই যায় প্রাক্তন মেয়রের বিজেপিতে যোগ দান শুধু সময়ের অপেক্ষা মাত্র।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.