Header Ads

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ফাইনাল জিতে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ ব্রিটিশরা।

নজরবন্দি ব্যুরোঃ ৪৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার। ফাইনাল ম্যাচ টাই। ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে বাজিমাত্ । সুপার ওভারে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ১৫ রান। বেন স্টোকস আর জোস বাটলার মিলে ট্রেন্ট বোল্টের ওভারে ১৫ রান তোলে। অন্যদিকে নিউ জিল্যান্ডও সুপার ওভারে তোলে ১৫ রান। কিন্তু একটি উইকেট পড়ে যায় নিউ জিল্যান্ডের। আর তাতেই চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড। লর্ডসের ফাইনালে শুরু থেকেই দাপট দেখালেন ইংল্যান্ড বোলাররা।
 জোফ্রা আর্চার, প্ল্যাঙ্কেট, ওকসরা শুরু থেকেই চাপ তৈরি করেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের উপরে। সেই চাপ আর সামলে উঠতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।৫০ ওভারে নিউজিল্যান্ড করল আট উইকেটে ২৪১ রান। রান তাড়া করতে নেমে চারটি উইকেট হারিয়ে একসময়ে চাপ অনুভব করতে শুরু করে দিয়েছিলইংল্যান্ড। জেসন রয় (১৭) ও জো রুট (৭),বেয়ারস্টো (৩৬) ও মর্গ্যান (৯) রানে ফিরে গিয়েছেন। তার পরে ইংল্যান্ডকে স্বপ্ন দেখায় স্টোকস ও বাটলারের ব্যাট। কিন্তু শেষ পর্যন্ত সুপার ওভারে চলে যায় ম্যাচ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.