Header Ads

উলটপুরান রাজ্যে! এবার তৃণমূলের ঘর ভাঙতে শুরু করল সিপিআইএম! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবি ঘটেছে প্রাক্তন শাসক দল সিপিআইএম তথা বামফ্রন্টের। একটি আসন পাওয়া তো দূরের কথা প্রায় সব কটি আসনেই জামানত খুইয়েছে দল। সব আসনেই তৃতীয় বা চতুর্থ স্থানে বামেরা। ভোট শতাংশ নেমে গিয়েছে ৭% এ। প্রায় খবরেই নেই বামেরা রাজ্য জুড়ে খবরের শিরনামে শুধুই তৃণমূল-বিজেপি-র আয়রাম গয়ারাম!
এই অবস্থায় সিপিআইএম কে কিছুটা খবরের শিরনামে নিয়ে এলেন উত্তর ২৪ পরগনা সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলির সদস্য আহমেদ আলী খান। পার্টির নির্দেশে আমডাঙার মানুষের লড়াই এর পাশে ছিলেন গত পঞ্চায়েত ভোটে। এলাকার জনগন কে সাথে নিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। গত পঞ্চায়েত ভোটের সময় তাকে গ্রেফতার করা হয়। সিপিআইএমের অভিযোগ মিথ্যা মামলায় তাকে প্রায় ১০৭ দিন জেল খাটতে হয়।তারপর কোর্টের নির্দেশে প্রায় ৬ মাস জেলায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারী ছিলো। অবশেষে কয়েকদিন আগে নিজের এলাকায় ফিরে আসেন আহমেদ আলি খান।
এলাকায় ফেরা মাত্রই দলীয় কাজে মনোনিবেশ করেন তিনি। কার্যত ঘর ভাঙতে শুরু করেন শাসক দলের। ঘরে ফেরার দিনি ২০ জন তৃণমূল কর্মী তাঁর হাত ধরে যোগ দেন সিপিআইএমে। আর আজ প্রায় ৫০ জন তৃণমূল কর্মী র হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি। রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে এই উলটপুরান সাড়া ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.