শঙ্কুর আঙুল ধরে গুটি গুটি পায়ে বাম থেকে রামে পৌঁছলেন বিপ্লব!
নজরবন্দি ব্যুরোঃ সিপিএম এর আমলে তিনি ছিলেন শিল্পীদের মধ্যে সব চাইতে বাম ঘনিষ্ঠ মুখ। এমন কি রাজ্যের পালা পরিবর্তনের পরেও তিনি তাঁর আদর্শ থেকে পিছিয়ে আসেননি। সিপিএম এর হয়ে তিনি নির্বাচনেও লড়েছেন কিন্তু রাতারাতি এই বাম ঘনিষ্ঠ অভিনেতা রাম ঘনিষ্ঠ হয়ে গেলেন। আর তা সম্ভব হল বর্তমানে গেরুয়া নেতা শঙ্কুদেব পণ্ডার জন্য।
কিছুদিন আগে টলিউডের কলাকুশলীদের নিয়ে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ নামে একটি সংগঠন খুলেছেন শঙ্কুদেব পণ্ডা। আর বিজেপির ই আর একটি সংগঠন হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন। যার প্রধান আবার অগ্নিমিত্রা পল। এই দুই সংগঠনের মধ্যে মনমালিন্য আছে। কিন্তু এবার বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো সিপিএমের পরিচিত মুখকে টেনে চমক দিলেন শঙ্কুদেব।
কিছুদিন আগে টলিউডের কলাকুশলীদের নিয়ে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ নামে একটি সংগঠন খুলেছেন শঙ্কুদেব পণ্ডা। আর বিজেপির ই আর একটি সংগঠন হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন। যার প্রধান আবার অগ্নিমিত্রা পল। এই দুই সংগঠনের মধ্যে মনমালিন্য আছে। কিন্তু এবার বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো সিপিএমের পরিচিত মুখকে টেনে চমক দিলেন শঙ্কুদেব।
সুত্রের খবর শনিবার রাতে বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শঙ্কুদেব পণ্ডা। তারপরই শঙ্কুর সংগঠনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বিপ্লববাবু।
কোন মন্তব্য নেই