শেষ মুহূর্তে ধরা পড়ল ত্রুটি, বাতিল হল চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ।
নজরবন্দি ব্যুরোঃ রবিবার রাত ২টো ৫১ মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস মার্ক ৩ রকেট বা বাহুবলীর। কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণ আগে ধরা পড়ল ত্রুটি তাই বন্ধ করা হল অভিযান। এই প্রসঙ্গে ইসরোর প্রধান জানান অভিযান বাতিল হলে পরে তা উত্ক্ষেপণ করা যেতে পারে তবে তার জন্য জটিল প্রযুক্তিগত পদ্ধতি পার হতে হবে।
এর জন্য লেগে যেতে পারে এক সপ্তাহ বা এক মাস। সকাল থেকেই শুরু হয় কাউন্টডাউন। শ্রীহরিকোটার সতীশ ধবন কেন্দ্রে ছিল সাজসাজ রব। কিন্তু একেবারে শেষ সময় অভিযান বাতিল করে দিতে হয়। এনিয়ে ইসরোর তরফে বিস্তারিত কিছু বলা হয়নি।
কোন মন্তব্য নেই