Header Ads

নবম উইলম্বডন জকোভিচের দখলে।

নজরবন্দি ব্যুরোঃ নবম উইলম্বডন খেতাব জিতলেন নোভাক জকোভিচ। টেনিস কোর্টের সম্রাট রজার ফেডেরারকে হারিয়ে এই খেতাব জিতেছেন তিনি। উইম্বলডনের মেগা ফাইনালে সার্বিয়ান জকোভিচের কাছে দাঁতে দাঁত চেপে লড়লেন রাজা রজার। কিন্তু জোকারের অদম্য জেদ আর স্ফূর্তির কাছে হার মানলেন ফেডেক্স। দীর্ঘ পাঁচ ঘণ্টার ম্যাচে টেনিস দুনিয়ার দুই তারার হার না মানা লড়াই দেখল গোটা বিশ্ব। জকোভিচ ম্যাচ জিতলেন ৭-৬ (৭-৫) ১-৬, ৭-৬ (৭-৪), ৪-৬ ও ১২-১২ (৭-৩) সেটে।
প্রথম সেটে বুড়ো রজার ফেডেরার উইম্বলডনের সেন্টার কোর্টে নোভাক জকোভিচের কাছে লড়তে লড়তে নিয়ে গেলেন ৬-৬ গেমে। টাই-ব্রেকারে শেষ পর্যন্ত জিতলেন জকোভিচ টাই ব্রেকারের ফল তাঁর পক্ষে ৭-৬। কিন্তু প্রত্যাবর্তন ঘটালেন দ্বিতীয় সেটে। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড এ বিধ্বস্ত করে দিলেন টেনিস দুিনয়ার “জোকার”-কে। মাত্র ২৫ মিনিটে দ্বিতীয় সেটে ৬-১ গেমে হারালেন জকোভিচকে। এরপর তৃতীয় গেমে আবার ফিরে আসেন জকোভিচ। শেষপর্যন্ত ১৩-১২ (৭-৩) ফলে শেষ সেটটি জিতে কেরিয়ারের পাঁচ নম্বর উইম্বলডন ট্রফিটি জিতলেন “জোকার'”।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.