Header Ads

যোগ্যতার নিরিখে বেতন, ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার বার্তা শিক্ষক ঐক্য মঞ্চের।

নজরবন্দি ব্যুরোঃ যোগ্যতার নিরিখে বেতনের দাবিতে বিকাশ ভবনের সামনে চলছে প্রাথমিক শিক্ষকদের অনশন কর্মসূচী। অনশনের ১২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোন উদ্যোগ দেখা যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে, বরং জুটেছে প্রচ্ছন্ন হুমকি। এই অবস্থায় আজ ১৮ ই জুলাই শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল সল্টলেকে প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে তাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করলেন।
ঐক্য মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কিংকর অধিকারী, সম্পাদক মন্ডলীর সদস্য তমাল মন্ডল, অনামিকা চক্রবর্তী, সুলগ্না পাল এবং ফারুক হোসেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কিংকর অধিকারী বলেন, "পিআরটি স্কেলের দাবিতে এবং অনৈতিকভাবে বাধ্যতামূলক বদলির প্রতিবাদে প্রাথমিক শিক্ষকরা যে আন্দোলনে সামিল হয়েছেন তাকে আমারা সমর্থন করি। দাবি আদায়ের একমাত্র পথ আন্দোলন। রাস্তায় নেমে তীব্র আন্দোলনই সরকারকে দাবি মানতে বাধ্য করবে। এই আন্দোলনের পাশে আমরা সর্বতোভাবে রয়েছি।
এই আন্দোলনের মাধ্যমে একদিন দাবি আদায় হবেই। আগামী দিনে শুধু পেশাগত দাবি নয়, শিক্ষার উপর যে সর্বাত্মক আক্রমণ নেমে আসছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রকে যেভাবে বেসরকারিকরণের দিকে সুকৌশলে ঠেলে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে শিক্ষক সমাজকে। শিক্ষা বাঁচলে তবেই শিক্ষকরা থাকবেন।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.