এক ঝাঁক টলি তারকা নাম লেখালেন বিজেপিতে!
নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে বড় সাফল্য পায় বিজেপি। পরাজিত হন তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতা। এর পর থেকে দলে-দলে তৃণমূলের নেতা থেকে সাধারণ সমর্থক নাম লেখাতে শুরু করেছেন বিজেপিতে।
এবার মুকুল রায়ের হাত ধরে টলিপাড়ার এক ঝাঁক শিল্পীরা নাম লেখালেন বিজেপিতে। আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে ১১ জন টলি স্টার বিজেপিতে নাম লেখান।
যোগদানকারীরা হলেন, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, রূপা ভট্টাচার্য, রূপাঞ্জনা মৈত্র, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, পার্ণো মিত্র, লামা সহ আরও অনেকে।
আজ শিল্পীদের যোগ দান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন ,"সাহস করে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, তার পরিবর্তন চাইছেন সকলেই। আগামী দিনে আরও বহু মানুষ বিজেপিতে নাম লেখাবেন।"
এবার মুকুল রায়ের হাত ধরে টলিপাড়ার এক ঝাঁক শিল্পীরা নাম লেখালেন বিজেপিতে। আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে ১১ জন টলি স্টার বিজেপিতে নাম লেখান।
যোগদানকারীরা হলেন, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, রূপা ভট্টাচার্য, রূপাঞ্জনা মৈত্র, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, পার্ণো মিত্র, লামা সহ আরও অনেকে।

No comments