গ্রেফতার করা হল অভিনেত্রী ভাগ্যশ্রীর স্বামী হিমালয়কে।
নজরবন্দি ব্যুরোঃ জুয়াচক্রে জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর স্বামী হিমালয় দাসানীকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। অন্ধেরির একটি জুয়ার কোর্টে হানা দেয় মুম্বাই পুলিশ। অভিযান চালাতে গিয়ে পুলিশ জানতে পারে ওই জুয়াচক্রে জড়িতর য়েছেন প্রাক্তন অভিনেত্রী ভাগ্যশ্রীর স্বামী হিমালয় দাসানীও।
যদিও, অভিনেত্রীর দাবি তার স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।১৯৯২ সালে পায়েল নামে একটি ছবিতে বলিউড অভিষেক হয়েছিল হিমালয় দাসানীর। এখন তিনি প্রযোজক ও ব্যবসায়ী।
যদিও, অভিনেত্রীর দাবি তার স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।১৯৯২ সালে পায়েল নামে একটি ছবিতে বলিউড অভিষেক হয়েছিল হিমালয় দাসানীর। এখন তিনি প্রযোজক ও ব্যবসায়ী।
Loading...
কোন মন্তব্য নেই