Header Ads

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়া!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে অশান্তির ধারাবাহিকতা চলে আসছে। আক্রান্ত হয়েছেন শাসক ও বিরোধী উভয় দলের প্রতিনিধিরা। এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়া। রাতভোর চলল ভাঙচুর, বোমাবাজির। অশান্তি অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধেই। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনায় আহত ৮ বিজেপি কর্মী।
এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বাউড়িয়া ফোর্ট গ্লষ্টার এলাকার।
গেরুয়া সমর্থকদের অভিযোগ, বুধবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয় তাঁদের উপর। এলাকায় চোলাই মদের রমরমা রুখতে তৎপর হওয়ার কারণেই এই হামলা বলে জানিয়েছে বিজেপি সমর্থকরা। তাঁদের দাবি, এদিন মদের দোকান খোলার কারণে প্রতিবাদ জানায় বিজেপির কর্মী সমর্থকরা আর তার জেরেই ৪০-৫০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বিজেপি সমর্থকদের বাড়িতে ইঁটবৃষ্টি ও বোমাবাজি শুরু করে। অভিযোগ, বোমার আঘাতে আহত হয়েছে তিন মহিলা-সহ ৮ বিজেপি সমর্থক।
তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলে পাল্টা যুক্তি, "এলাকার দুটি ক্লাবের মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে। এরসঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বিজেপি ইচ্ছাকৃত ভাবে বোমাবাজি করে তৃণমূলকে কালিমালিপ্ত করছে। উত্তেজনা সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.