Header Ads

রাজনৈতিক রঙের কারণেই কি বন্ধ করা হল অগ্নিমিত্রার আলিপুর জেলের প্রোজেক্ট?

নজরবন্দি ব্যুরোঃ আলিপুর সংশোধানাগারের মহিলা বন্দিদের নিয়ে তাঁর ওয়র্কশপধর্মী কাজ বন্ধ করার নির্দেশ পেলেন ডিজ়াইনার অগ্নিমিত্রা পল। সূত্রের খবর, জেল কর্তৃপক্ষের তরফেই জারি হয়েছে নিষেধাজ্ঞা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কে ফেসবুকে খোলা চিঠি লিখেন অগ্নিমিত্রা। তিনি বলেন কোথায় তিনি দোষ করেছেন? সংবাদ মাধ্যমকে তিনি জানান “আমার কর্পোরেট ফান্ডিং নেই। সবটাই নিজের খরচে। আমাকে বলা হল, রাজনৈতিক রঙের কারণে কাজটা করতে পারব না। তৃণমূলে যোগ দিলে হয়তো কাজটা আটকাত না”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.