হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নিল পাকিস্তান।
নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নিল পাকিস্তান। সমাজসেবার নাম করে টাকা তুলে তা জঙ্গি কার্যকলাপে কাজে লাগানোর অভিযোগে হাফিজ সইদের বিরুদ্ধে মামলা করল পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট বা সিটিডি। তার বিরুদ্ধে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে। হাফিজ ছাড়াও তার ১২ শগরেদকে আটক করেছে পাকিস্তান।
পাকিস্তানের পাঞ্জাব প্রভিসন্সের প্রশাসনের দাবি, সমাজসেবার নামে জামাত উদ দাওয়ার ৫ টি ট্রাস্ট থেকে টাকা গিয়েছে জঙ্গি শিবিরে। আর সেই প্রেক্ষাপটেই হাফিজকে আটক করা হয়েছে। এদিকে, দিল্লিতে সরকারি সূত্রের খবর, ভারতে গোটা বিষয়টিকে আমল দিতে রাজি নয়। কারণ আগেও এভাবে হাফিজকে গৃহবন্দি করেছে পাকিস্তান। আর তারলপেরও কোনওভাবেই সেদেশ থেকে জঙ্গি উত্পাদন কমেনি। বন্ধ হয়নি কোনও জঙ্গি শিবির।
পাকিস্তানের পাঞ্জাব প্রভিসন্সের প্রশাসনের দাবি, সমাজসেবার নামে জামাত উদ দাওয়ার ৫ টি ট্রাস্ট থেকে টাকা গিয়েছে জঙ্গি শিবিরে। আর সেই প্রেক্ষাপটেই হাফিজকে আটক করা হয়েছে। এদিকে, দিল্লিতে সরকারি সূত্রের খবর, ভারতে গোটা বিষয়টিকে আমল দিতে রাজি নয়। কারণ আগেও এভাবে হাফিজকে গৃহবন্দি করেছে পাকিস্তান। আর তারলপেরও কোনওভাবেই সেদেশ থেকে জঙ্গি উত্পাদন কমেনি। বন্ধ হয়নি কোনও জঙ্গি শিবির।
Loading...
কোন মন্তব্য নেই