মুকুলের হাত ধরে ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক বিজেপিতে!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যে তৃণমূলের ভাঙন আরও স্পষ্ট হয়েছে। একাধিক তৃণমূলের নেতা থেকে বিধায়ক নাম লিখিয়েছেন বড় ফুলে।
আর এবার বিজেপি-তে নাম লেখালেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায়। গতকাল রাজ্য অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায়। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
অনির্বাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পৌরনিগমের ৭৮ ও ৮২ নম্বর ওয়ার্ড থেকে ২০০ জন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর মুকুল রায় বলেন, "কলকাতা পৌরনিগমের দুটি ওয়ার্ড বিজেপির হাতে চলে আসবে। বনগাঁ পৌরসভার ১২ জন কাউন্সিলরকে নিয়ে আমরা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করব। আমরা রাজ্যপালের কাছে দাবি জানাব যে, আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর থাকা সত্ত্বেও বিডিও আমাদের বোর্ড গঠন করতে দিচ্ছে না।"
সাংবাদিক বৈঠকে আইবি-র একটি রিপোর্ট দেখিয়ে মুকুল রায় বলেন, "২০ জন বিজেপি-র শীর্ষ নেতার বিরুদ্ধে নতুন করে মামলা করতে চাইছে রাজ্য সরকার।"
তালিকায় মুকুল নিজে ছাড়াও কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, সায়ন্তন বসু সহ কয়েকজনের নাম রয়েছে। মুকুলের আরও দাবি, ওই নেতাদের উপর কী কী মামলা রয়েছে এবং সেগুলির স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়ে জেলার পুলিশ কর্তাদের কাছে রিপোর্ট চেয়েছে আই বি।
আর এবার বিজেপি-তে নাম লেখালেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায়। গতকাল রাজ্য অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায়। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
অনির্বাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পৌরনিগমের ৭৮ ও ৮২ নম্বর ওয়ার্ড থেকে ২০০ জন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর মুকুল রায় বলেন, "কলকাতা পৌরনিগমের দুটি ওয়ার্ড বিজেপির হাতে চলে আসবে। বনগাঁ পৌরসভার ১২ জন কাউন্সিলরকে নিয়ে আমরা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করব। আমরা রাজ্যপালের কাছে দাবি জানাব যে, আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর থাকা সত্ত্বেও বিডিও আমাদের বোর্ড গঠন করতে দিচ্ছে না।"
সাংবাদিক বৈঠকে আইবি-র একটি রিপোর্ট দেখিয়ে মুকুল রায় বলেন, "২০ জন বিজেপি-র শীর্ষ নেতার বিরুদ্ধে নতুন করে মামলা করতে চাইছে রাজ্য সরকার।"
Loading...
কোন মন্তব্য নেই