রাস্তা আটকে পুজো আর নয়। কড়া বার্তা নবান্নের।
নজরবন্দি ব্যুরোঃ আর মাস দুয়েক পরই দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। শহরে ছোট-বড় মিলিয়ে বারোয়ারি পুজোর সংখ্যা।নেহাত কম নয়। বহু দুর্গাপুজো কমিটির তরফে আজ বৃহস্পতিবার রথযাত্রার দিন খুঁটিপুজোর আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও আবার খুঁটিপুজো হয়ে গিয়েছে। কিন্তু ঘটনা হল, পুজোর চার দিন ঠাকুর দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। তাই রাস্তা আটকে যদি পুজোর প্যান্ডেল করা হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকেই হয়রানির মুখে পড়তে হয়।
প্রশাসন সূত্রে খবর গত বছর পুজোর সময়ই স্রেফ রাস্তা আটকে প্যান্ডেল করার কারণে হয়রানির একাধিক অভিযোগ জমা পড়েছিল নবান্নে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। কোথাও রাস্তা আটকে দুর্গাপুজোর প্যান্ডেল করা যাবে না। এমনকী, যদি পুজোর কারণে রাস্তা আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাও মানা হবে না। রাজ্যের সবকটি থানাকে কড়া নির্দেশিকা পাঠাল নবান্ন। বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকেও। এবার দেখা যাক এবার পুজতে এই নির্দেশ কতটা মানা হয়।
Loading...
কোন মন্তব্য নেই