Header Ads

শিক্ষামন্ত্রীর কাছে বিজিটিএ-র প্রতিনিধি দল, 'সব জানি' বললেন পার্থ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরো: দাবি  টিজিটি স্কেল। তার জেরে  আদালতে একাধিক মামলা দায়ের করেছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। আর সেইসব মামলার জেরে জেরবার রাজ্য সরকার।
এইরকম পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশে পে কমিশন গতকাল ওই সংগঠনের ৬ জন পিটিশনারকে ডেকে পাঠায়। কিন্তু ওই সংগঠন আইনি সহায়তা নিতে পারবেনা, এই মর্মে চিঠি পাঠায়। বিজিটিএ এর পাল্টা আইনি চিঠি পাঠায়। যদিও পরে জানিয়ে দেওয়া হয় দ্রুত পরবর্তী হিয়ারিংয়ের তারিখ জানিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে আজ(বৃহস্পতিবার) সংগঠনের কয়েকজন প্রতিনিধি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং গ্র্যাজুয়েট শিক্ষকদের দীর্ঘ বেতন বঞ্চনার অবসানের কথা বলেন।
শিক্ষামন্ত্রী সব কিছু শোনার আগেই বলেন,"আমি আপনাদের গ্র্যাজুয়েট টিচার্স দের ব্যাপারে সব জানি। আপনাদের মামলার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের নিয়ে ইতিমধ্যেই সদর্থক কিছু ভেবে রেখেছি।" বিধান সভা অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে আবার তিনি বিজিটিএ-র সঙ্গে আলোচনাতে বসবেন এই সমস্যা নিয়ে।
এই প্রসঙ্গে বিজিটিএ-র রাজ্য সম্পাদক সউরেন ভট্টাচার্য বলেন,"আমরা আশাবাদী পার্থ বাবু আমাদের ন্যায্য দাবি মেনে নেবেন। তবে আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করাকে দুর্বলতা ভাবলে ভুল ভাবা হবে। আমাদের ৪৬০০ গ্রেড পে এর দাবী সম্পূর্ণভাবে মানা না হলে,এই আন্দোলন চরম আকার ধারণ করবে গোটা রাজ্য জুড়ে। তখন রাস্তাতেই আমরা আমাদের ভবিষ্যতের রাস্তা খুঁজে নেব।"

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.