Header Ads

বিজেপি নেতার ছেলের পর এবার কং নেতার ছেলের কীর্তি। দেখুন ভিডিও।

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই বিজেপি নেতা কৈলাস বিজবর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র এক সরকারি অফিসারকে রীতিমতো ব্যাট দিয়ে মারধর করেন। সেই ঘটনার জেরে তাঁর জেলও হয়। প্রধানমন্ত্রীও তাকে তীব্র কটাক্ষ করেন। এই ঘটনার জের কাটতে না কাটতেই এবার আর এক নেতার ছেলের কীর্তি ভাইরাল হল। এবার কংগ্রেস নেতার ছেলে। এবং তিনিও বিধায়ক। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রাণের ছেলে নীতীশ । কানাভালির মুম্বই গোয়া হাইওয়ে। সেখানে সারা রাস্তা জুড়ে রয়েছে গর্ত।
 আর সেই গর্ত দেখেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রস নেতার ছেলে তথা মহারাষ্ট্রের বিধায়ক নীতীশ রাণে।ক্ষোভের জেরে নীতীশ আর তাঁর দলবল নিয়ে সংশ্লিষ্ট ব্রিজের ইঞ্জিনিয়ারকে বেঁধে তাঁর ওপর কাদা ঢেলে মারধর করেন। ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হতে থাকে।গোটা ঘটনাটি ভিডিয়ো পোস্ট প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার প্রকাশ সদকারকে হেনস্থা করেছেন নিতেশ ও তার দলবল। জনতার মধ্যে একজন প্রকাশের মাথায় কাদাভর্তি বালতি ঢেলে দেন। এখানেই শেষ নয় এই ইঞ্জিনিয়ারকে ঠেলতে ঠেলতে সেতুর কিনারায় নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলাও হয়। দেখুন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/ANI/status/1146699230519709697
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.