Header Ads

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়নি: পার্থ চট্টোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বহু বার। সেই অভিযোগের উপর ভিত্তিকরে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। এবার সেই অভিযোগ আজ কার্যত খারিজ করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ বিধানসভায় শিক্ষা বাজেটের সমাপ্তি ভাষণে পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের উদ্দেশে বলেন, "শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে।
এই অভিযোগ আপনারা করে আসছেন বহু দিন। আপনারা বলুন, শিক্ষকের চাকরি দিতে গিয়ে কে টাকা নিয়েছে। দেখুন আমি কোনও পদক্ষেপ নিতে পারি কি না। আপনারা তো সঠিক পথে কিছু বলেন না।"

আগের বাম সরকার সঠিকভাবে শিক্ষক নিয়োগ করেনি। বরং ২০১১ সালে রাজ্যে তৃণমূল পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর থেকেই সঠিকভাবে ও সঠিক পথে শিক্ষক নিয়োগ হচ্ছে বলে সমাপ্তি ভাষণে দাবি করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, "২০১১সালের আগে যেখানে শিক্ষক দরকার নেই সেখানেও শিক্ষক নিয়োগ করা হয়েছিল। প্রায় আড়াই লাখ এরকম রয়েছে। আপনাদের কি মানসিকতা ছিল জানি না। আমার মনে হয়, আপনারা ক্যাডার বেস চাকরির ব্যবস্থা করেছিলেন রাজ্যে। ফলে যেখানে শিক্ষক বেশি সেখানে আরও বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ করিয়েছেন। অথচ যেখানে শিক্ষকের দরকার সেখানে শিক্ষক নেই।
আপনারা সমস্যা সমাধানের কথা ভাবেননি। শুধু একের পর এক নিয়োগ করে গিয়েছেন।"

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে এসেছে রাজ্যের বিরোধী দলগুলি। একাধিকবার পথে নেমেছে হবু শিক্ষকরা। টেট পরীক্ষা নিয়ে চাকরি-প্রার্থীদের আক্রোশের মুখে পড়তে হয়েছে কমিশনকে। যদিও এর আগেও একাধিকবার শিক্ষামন্ত্রী বলেছেন, নিয়োগে দুর্নীতি হয়নি। তবে বিরোধীরা এই দাবি মানতে চাইনি। শিক্ষা বাজেটের সমাপ্তি ভাষণে আজ ফের একই দাবি করলেন তৃণমূলের মহাসচিব। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.