Header Ads

প্রায় ২০ হাজার কর্মীর ১০% হারে ডিএ বাড়াচ্ছে রাজ্য সরকার! ১ জুলাই থেকে কার্যকর।

নজরবন্দি ব্যুরোঃ মহার্ঘ্য ভাতা আর পে কমিশন নিয়ে রাজ্য সরকারের প্রতি ব্যাপক ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। ক্কেন্দ্রে যেখানে সপ্তম পে কমিশন চলছে রাজ্য সেখানে আটকে আছে পাঁচে! মহার্ঘ্য ভাতাতেও রয়েছে ৫৬% ফারাক। এই অবস্থায় কিছুটা হাসি ফুটল রাজ্যের এক শ্রেণির কর্মচারীদের মুখে। 
আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেই আন্দোলন ফলপ্রসূ হল। রাজ্য সরকার মহার্ঘ্য ভাতা বাড়াচ্ছে ১০% হারে। তবে সব কর্মীদের জন্যে নয়। মহার্ঘ্য ভাতা বাড়ছে রাজ্য বিদ্যুৎ দফতরে কর্মরত ৩ সংস্থার কর্মীদের। রাজ্য বিদ্যুৎ দফতরে তিনটি সংস্থায় কর্মরত রয়েছেন যারা তাঁদের মধ্যে ১৯ হাজার ৬০০ জন কর্মী মহার্ঘ্য ভাতার আওতায় আসছেন। এই কর্মীদের মহার্ঘ্য ভাতা ১০% হারে বাড়িয়ে দিল রাজ্য সরকার বলে খবর নবান্ন সূত্রে। ১লা জুলাই থেকেই ১০% হারে মহার্ঘ্য ভাতা কার্যকর হবে এই কর্মীদের জন্যে।
এই ঘোষণার পর বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য কিছুদিন আগেই বেতন বৃদ্ধির দাবীতে রীতিমত ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল বিদ্যুৎ ভবনে। সেই আন্দোলনের পাশে দাড়িয়েছিলেন সব্যসাচী দত্ত। বিক্ষোভ কারিদের পাশে দাঁড়িয়ে তিনি সেদিন রীতিমত আক্রমন করেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.