Header Ads

ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন ওয়াসিম আক্রম!

নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হল পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমকে। তিনি ডায়াবিটিসের রোগী। ফলে ইনসুলিন সঙ্গে নিয়ে চলতে হয়। কি ঘটেছিল ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে? প্রাক্তন পাক তারকা সোশ্যাল মিডিয়ায় নিজেই গোটা ঘটনার বর্ণনা দেন। টুইটারে তিনি লেখেন “আজ ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে যা হল তাতে আমি অত্যন্ত দুঃখিত। আমি ইনসুলিন সঙ্গে করেই বিশ্বের নানা জায়গায় ঘুরে বেড়াই।
 কিন্তু কখনও তার জন্য এতটা লজ্জিত হতে হয়নি। আমায় চূড়ান্ত অপমান করা হয়েছে। অভদ্রভাবে প্রশ্ন করা হয়েছে। আর অন্যান্য যাত্রীদের সামনেই ট্রাভেল কেস থেকে ইনসুলিন বের করে তা প্লাস্টিক ব্যাগে ফেলে দিতে বলা হয়”। বিশ্বকাপে ধারাভাষ্য দিতেই ব্রিটেনে ছিলেন আক্রম। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে দিনে বেশ কয়েকবার ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হয় প্রাক্তন পাক অধিনায়ককে। উল্লেখ্য ১৯৯৭ সাল থেকে টাইপ এক ডায়াবেটিসে ভুগছেন পাকিস্তানের বোলিং লেজেন্ড ওয়াসিম আক্রম। তারপর থেকে দিনে একাধিকবার তাঁকে ইনসুলিন নিতে হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.