কর্নাটকে আস্থাভোটে জিতে সরকারে বিজেপি; ব্যাঙ্গালোর জুড়ে তুমুল সংঘর্ষ দু-পক্ষের।
নজরবন্দি ব্যুরোঃ কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট সরকারের পতন হল! অনেক চেষ্টা করেও কর্নাটকের সরকার টিকিয়ে রাখতে পারলেন না কুমারস্বামী। আজ সন্ধ্যা ৬ টায় আস্থা ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন শেষে দেখা যায় বিজেপি পেয়েছে ১০৫ জন বিধায়কের ভোট অন্যদিকে কংগ্রেস-জেডিএস জোট পেয়েছে ৯৯টি আসন।
এর পরেই ব্যাঙ্গালোর জুড়ে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে বিজেপি বনাম কংগ্রেস-জেডিএস নেতা - কর্মী - সমর্থকদের মধ্যে। দুই পক্ষের ১২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী ৪৮ ঘন্টা ব্যাঙ্গালোর জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ, যে কোন রকম জমায়েতের ওপর নিষেধাজ্ঞা রোপন করা হয়েছে।
উল্লেখ্য, কর্নাটক বিধানসভার দুই নির্দল বিধায়কের সমর্থন কংগ্রেসের পক্ষে থাকবে বলে গতকাল পর্যন্তও ঠিক ছিল। কিন্তু আজ বদলে যায় চিত্র।
সাতসকালে খবর রটে যায় তাঁরা বিজেপি-র পক্ষে ভোট দেবেন। এর পরেই কংগ্রেস আসরে নামে বিধায়ক উদ্ধারে। যে বাড়িতে বিধায়কদের রাখা হয়েছিল সেই এলাকা ঘিরে ফেলে কংগ্রেসের বাহিনী কিন্তু দেখা যায় আগে থেকেই বিধায়কদের পাহারায় রয়েছে গেরুয়া ব্রিগেড। সেই নিয়েই মুলত সংঘর্ষ। কংগ্রেসের অভিযোগ বিজেপি টাকা দিয়ে কিনে নিয়েছে ওই দুই বিধায়কের ভোট। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
উল্লেখ্য, কর্নাটক বিধানসভার দুই নির্দল বিধায়কের সমর্থন কংগ্রেসের পক্ষে থাকবে বলে গতকাল পর্যন্তও ঠিক ছিল। কিন্তু আজ বদলে যায় চিত্র।

No comments