চোটের জন্য শিখরের পর এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর!
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে আবার চোট ভারতীও দলে, ধাওয়ানের পর এবার বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর। নেটে যশপ্রীত বুমরার বল বিজয় শঙ্করের পায়ের পাতায় এসে আঘাত করেছিল। সেই চোট সারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পায়ের পাতার চোটের জন্যই বিজয় শঙ্করকে খেলানো হয়নি। ঋষভ পন্থের বিশ্বকাপে অভিষেক ঘটে।
এবার সেই চোট এখন সারেনি তাই তিনি আর বিশ্বকাপ খেলতে পারবেন না। শঙ্কর ছিটকে যাওয়ায় ময়াঙ্ক অগ্রবালকে পরিবর্ত হিসেবে উড়িয়ে আনা হবে। ময়াঙ্ক ওপেনার। তিনি দলে ঢুকলে লোকেশ রাহুলকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। ভারতের পরবর্তী খেলা বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই দুটো ম্যাচে ঋষভ পন্থকে দেখে নেওয়া হবে। পন্থ ব্যর্থ হলে রাহুল নামবেন চারে।
এবার সেই চোট এখন সারেনি তাই তিনি আর বিশ্বকাপ খেলতে পারবেন না। শঙ্কর ছিটকে যাওয়ায় ময়াঙ্ক অগ্রবালকে পরিবর্ত হিসেবে উড়িয়ে আনা হবে। ময়াঙ্ক ওপেনার। তিনি দলে ঢুকলে লোকেশ রাহুলকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। ভারতের পরবর্তী খেলা বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই দুটো ম্যাচে ঋষভ পন্থকে দেখে নেওয়া হবে। পন্থ ব্যর্থ হলে রাহুল নামবেন চারে।
Loading...
কোন মন্তব্য নেই