Header Ads

প্রাথমিকে শীঘ্রই ১৩ হাজার শিক্ষক নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু বিতর্ক আছে। নিয়োগ সংক্রান্ত বহু মামলা এখনও আদালতে ঝুলছে। এর মধ্যে নিয়োগ নিয়ে বহু অনিয়মের অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ পাত্তা দেয় নি রাজ্য সরকার।
নিয়োগের দাবিতে বহু বার রাস্তায় নামতে দেখা গিয়েছে হবু শিক্ষকদের। কিন্তু তার পরেও জ্ঞান ফেরেনি সরকারের। পরিস্থিতির বদল হতে শুরু করে এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে। নিয়োগ নিয়ে বেশকিছু ইতিবাচক উদ্যোগ নেয় সরকার।

এবার রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীঘ্রই শিক্ষক নিয়োগ করা হবে। আজ(সোমবার) বিধানসভায় একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে সর্বশেষ শিক্ষক নিয়োগ করা হয়েছে ২০১৭-১৮ অর্থ বর্ষে।
সেই সময় ৪২ হাজার ৬২১জনকে নিয়োগ করা হয়েছিল। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ২৯৫। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে শীঘ্রই ওই পদগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.