Header Ads

অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়া করার হুমকি দিলেন বিজয়বর্গী!

নজরবন্দি ব্যুরো: রাজ্যের ক্ষমতায় এলে ২ কোটি অনুপ্রবেশকারীকে বাংলা ছাড়া করবে বিজেপি। এমন মন্তব্য করলেন বিজেপির এই রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী। রবিবার উত্তর ২৪ পরগনায় একটি অনুষ্ঠানে এসে কৈলাশ বিজয়বর্গীর এমন মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে।

লোকসভা ভোটের প্রচারে এসে বাংলায় এনআরসি নিয়ে মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আলিপুরদুয়ারের একটি সভায় তিনি বলেছিলেন, "বাংলায় মোদী সরকার গড়লে, এনআরসি নিয়ে আসব আর বাংলা থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার কাজ শুরু করব, দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস করবে না বিজেপি।"

এনআরসি ইস্যু নিয়ে সংসদে বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুর চড়ালেন বিজেপি নেতৃত্ব যে তাতে দমছে না এদিন সেকথাই স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিজয়বর্গী। উত্তর ২৪ পরগনার পলতার শান্তিনগর স্কুল মাঠে নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতির এক অনুষ্ঠানে এসে তিনি মন্তব্য করেন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজের ভোট ব্যাঙ্ক তৈরি করতে দেশের নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়েছে। এই বাংলায় ২ কোটি অনুপ্রবেশকারী জবর দখল করে বসে আছে।
ওরা দেশবাসীর অধিকার কেড়ে নিয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকার দেশবাসীর জন্য এ রাজ্যে যখন খাদ্যশস্য পাঠায়, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই খাবার এ রাজ্যের প্রকৃত মানুষদের না দিয়ে ওই অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেয়। এমনই অভিযোগ করলেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

কৈলাশ বিজয়বর্গীর এমন মন্তব্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহল। আর তারা যে ২০২১ এর বিধানসভাতে জিতছেন, সেটা ধরে নিয়ে এখন থেকে পরিকল্পনা করতে শুরু করেছেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.