Header Ads

ফের নতুন দায়িত্ব পেতে চলেছেন অধীর চৌধুরী, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করার প্রস্তাব

নজরবন্দি ব্যুরো: ফের একটা নতুন দায়িত্ব পেতে চলেছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবার সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের জন্য অধীর বাবুর নাম প্রস্তাব করল কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের তরফে লোকসভাতে অধ্যক্ষের কাছে এই প্রস্তাব রাখা হয়। সাধারণ ভাবে প্রধান বিরোধী দলের প্রতিনিধি ওই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। আগে এই পদে ছিলেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে।

সোনিয়া গান্ধীর নেতৃত্বে অধীর চৌধুরীর নাম প্রস্তাব হয় সংসদে। এর আগে কংগ্রেস দলনেতা হিসাবে নির্বাচিত হন অধীর বাবু। তিনি এই দায়িত্ব পাবার পর সংসদে যে কটি বক্তৃতা দিয়েছেন তাতে সরকার ও বিরোধী উভয় পক্ষের নজর কাড়েন। আজ লোকসভায় কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে-মন্তব্য করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই সাংসদ। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক চোরা-শিকারি বন্ধ করুক বিজেপি।
যদিও এর পরে চুপ না থেকে বিজেপির তরফে বলা হয়েছে এটা কংগ্রেসের নিজেদের ঝামেলা। নিজেরা সেই ঝামেলা না সামলাতে পেরে বিজেপিকে দোষ দিচ্ছে। যদিও এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে কক্ষ ছাড়েন কংগ্রেস সাংসদরা।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.