Header Ads

বঙ্গ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরলেন সোমেন মিত্র!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনে বঙ্গে কংগ্রেসের লজ্জাজনক ফল। আর তার জেরেই বঙ্গ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন সোমেন মিত্র। আগেই পদত্যাগপত্র কংগ্রেস নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছে সোমেন মিত্র।
যদিও কংগ্রেস সূত্রে জানান হয়েছে সোমেন মিত্রের পদত্যাগপত্র গৃহীত হয় নি।

সোমেন মিত্র আশা করেছিলেন রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি পদে থাকবেন। কিন্তু এখনও পর্যন্ত যা খবর তিনি সভাপতির পদে থাকছেন না।
কিন্তু রাহুল গান্ধী তাঁকে সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। আর যখন রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তখন তিনিও এই রাজ্যের কংগ্রেসের সভাপতির দায়িত্ব আঁকড়ে থাকতে চান না। গত পরশু তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
যদিও এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে হারের দায়ভার নিজের কাঁধে নিয়ে সভাপতির পদ ছেড়েছিলেন সোমেন বাবু। যদিও তিনি আগেই জানিয়েছেন রাহুল গান্ধীর পদত্যাগ দুর্ভাগ্যজনক।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.