Header Ads

বিধানসভা নির্বাচনে ২৫০ আসন পাবে তৃণমূল: অভিষেক বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল। রাজ্যে ফুটেছে পদ্ম। এতে ভয় পাচ্ছে না তৃণমূলের হেভি-ওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা ভোটে ২৫০ আসন জিতে ফিরবে তৃণমূল কংগ্রেস। ২১ শের মঞ্চে এমন দাবি করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, " মারবে যত গড়বে তত।" অভিষেকের এমন বক্তব্যের পরেই বেশ উজ্জীবিত আজকের সমাবেশে আসা তৃণমূল সমর্থকরা। তিনি  আরও বলেন," ব্যালট ভোট ফের ফিরিয়ে আনতে হবে। ইভিএমে নির্বাচন হলে বিজেপির ফল এমন হয়। ব্যালতে ভোট হলে বিজেপির বিজয় রথ থেমে যেত।"

রাজ্যের ছাত্র যুবদের সাধারণ মানুষের কাছে পৌঁছনোর আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সঙ্গে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের  তুলনা করে দলের কর্মীদের মানুষের পাশে দাঁড়াবার নির্দেশ দেন।

বর্তমানে রাজ্যে তৃণমূলকে বেশ চাপে রেখেছে বিজেপি। লোকসভা ভোটের নিরিখে রাজ্যের প্রায় ১৩০ টি বিধানসভায় কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি। এই সুযোগে তৃণমূল ছেড়ে সাধারণ সমর্থক থেকে নেতারা নাম লেখাতে শুরু করেছেন বিজেপিতে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নিচু তলার কর্মীদের মনোবল ধরে রাখতে অভিষেক ২৫০ আসনে জয়ের দাবি জানিয়েছেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.