Header Ads

পাঞ্জাব মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন সিধু।

নজরবন্দি ব্যুরোঃ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের মন্ত্রিসভার সঙ্গে তিনি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না। তাই রবিবার সকালে তিনি নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন নভজ্যোত্ সিং সিধু। রাহুল গান্ধীকে চিঠি দিয়ে নিজের পদত্যাগের কথা জানিয়েও দিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে থেকেই অমরিন্দর-সিধুর দ্বন্দ্বে সরগরম থেকেছে পাঞ্জাবের রাজ্য রাজনীতি। বিজেপি থেকে সিধুকে দলে নেওয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল অমরিন্দরের। সেই রাগ দিনে দিনে বেড়েছে। একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে দুই নেতার।
অমরিন্দর সিং এক সাক্ষাত্কারে অভিযোগ করেছিলেন তাঁকে সরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চাইছেন সিধু। এই নিয়ে চরমে উঠেছিল বিতর্ক। সিধুর স্ত্রীকে লোকসভা ভোটের টিকিট না দেওয়ার জন্য অমরিন্দরকেই পাল্টা দোষারোপ করেছিলেন সিধু। প্রসঙ্গত ১০ জুনই নিজের পদত্যাগ পত্র রাহুল গান্ধীর কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সেই পদত্যাগ পত্রের একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে টুইটও করেছেন সিধু। তারপরেই খবরটি প্রকাশ্যে আসে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.