Header Ads

কয়েক হাজার শূন্যপদে নার্স নিয়োগ করবে রাজ্য সরকার !

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকার ৮১৫৯ জন স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে। প্রার্থী বাছাই হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। নিচের যোগ্যতায় যেকোনও ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন।
আপাতত অস্থায়ীভাবে নিয়োগ হলেও পরবর্তীকালে স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকছে।
প্রার্থীর বয়স হতে হবে, ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী ১৮-৩৯ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

ইন্ডিয়ান নার্সিং স্কুল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজ থেকে ৩ রকম যোগ্যতার জন্য যথাক্রমে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে বা বেসিক বিএসসি (নার্সিং)। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে নার্স মিডওয়াইফারিতে প্রার্থীর নাম নথিভুক্ত থাকা চাই। বাংলা বা নেপালি  ভাষায় কথা বলতে বা লিখতে জানতে হবে। আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ তারিখ ২৯ জুলাই ২০১৯ রাত ৮টা পর্যন্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.