মমতা ঘনিষ্ঠ দুই অভিনেত্রী এবার গেরুয়া শিবিরে? জোর জল্পনা টলিপাড়ায়।
নজরবন্দি ব্যুরোঃ বাংলার রঙ ক্রমেই যে গেরুয়া হয়ে আসছে তা রাজনৈতিক সচেতন না হলেও বোঝা যায়। তার সাথে মমতার পথ ধরেই টলি পাড়াতে নিজেদের অধিকার মজবুত করতে উঠে পরে লেগেছে গেরুয়া শিবির। আর এবার তার প্রমান হিসেবে শোনা যাচ্ছে, টলিউডের দুই নামী অভিনেত্রী এবার যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। তাঁদের নাম রিমঝিম মিত্র ও পার্নো মিত্র।
সুত্রের খবর বিজেপির নেতা অনুপম হাজরার মাধ্যমে দিল্লীর নেতাদের সাথে কথা হয়েছে এই দুই অভিনেত্রীর সাথে। সুত্রের আরও খবর টলিপাড়াতে মমতার আধিপত্য রুখতে প্রায় ২০ জন শিল্পী যোগ দিতে পারেন বিজেপি তে। তবে বিজেপি তে যোগদান নিয়ে ওই দুই অভিনেত্রী এখনও কোন মন্তব্য করেননি।
সুত্রের খবর বিজেপির নেতা অনুপম হাজরার মাধ্যমে দিল্লীর নেতাদের সাথে কথা হয়েছে এই দুই অভিনেত্রীর সাথে। সুত্রের আরও খবর টলিপাড়াতে মমতার আধিপত্য রুখতে প্রায় ২০ জন শিল্পী যোগ দিতে পারেন বিজেপি তে। তবে বিজেপি তে যোগদান নিয়ে ওই দুই অভিনেত্রী এখনও কোন মন্তব্য করেননি।
কোন মন্তব্য নেই