Header Ads

অনুব্রতর গড়ে বিজেপির হানা, পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের।

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিজেপি তাদের অস্তিত্ব জানান দিয়ে ১৮ আসন দখল করেছে। আর এর পর থেকে তৃণমূলের ভাঙনের খেলা চলতে থাকে গোটা রাজ্য জুড়ে।
একে একে সাধারণ সমর্থক থেকে বিধায়করা নাম লিখিয়েছেন বিজেপিতে। বেশকিছু পুরসভা ও পঞ্চায়েত হাত ছাড়া হয়েছে শাসক দলের।
এবার ফের একটা পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে শাসক তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত বীরভূম ছিল তৃণমূলের শক্ত ঘাটি। শাসক দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাপটে বাঘে-গরুতে এক-ঘাটে জল খেত। ওই জেলাতে প্রায় বিরোধীদের কোনও অস্তিত্ব ছিল না।
লোকসভা নির্বাচনের পরে বেশ-কয়েকজন হেভি-ওয়েট নেতা যেমন, অনুপম হাজরা, মনিরুল ইসলামের মতন নেতারা নাম লিখিয়েছেন বিজেপিতে। এর পর থেকে হাওয়া ঘুরতে শুরু করে।

এবার জানা গিয়েছে বীরভূমের সিউড়ির কোমা গ্রাম পঞ্চায়েতের পাঁচজন সদস্য গেরুয়া শিবিরে নাম লেখালেন। ফলে এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল বিজেপি। অর্থাৎ নতুন করে একটি পঞ্চায়েত চলে এল বিজেপির হাতে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.