গানের জন্য আবার আইনি বিপাকে হানি সিং।
নজরবন্দি ব্যুরোঃ ফের তাঁর গানের জন্য বিপাকে পড়লেন বলিউড র্যাপার হানি সিং। কিছুদিন আগে তার একটি গানের কথার মধ্যে ছিল “মাখনা” কথাটি। অভিযোগ এই কথাটিতে মহিলাদের প্রতি কুরুচিকর ভাব প্রকাশ করেছেন গায়ক।
তার জন্য পাঞ্জাবের মহিলা কমিসন হানি সিং এর বিরুদ্ধে সবর। তার বিরুদ্ধে ২৯৪, ৫০৯, ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে যাবতীয় ব্যবস্থা নিচ্ছে পাঞ্জাব পুলিশ। তবে এই বারই প্রথম নয়, এর আগেও অনেক বার তার গান নিয়ে বিতর্ক হয়েছে।
তার জন্য পাঞ্জাবের মহিলা কমিসন হানি সিং এর বিরুদ্ধে সবর। তার বিরুদ্ধে ২৯৪, ৫০৯, ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে যাবতীয় ব্যবস্থা নিচ্ছে পাঞ্জাব পুলিশ। তবে এই বারই প্রথম নয়, এর আগেও অনেক বার তার গান নিয়ে বিতর্ক হয়েছে।
কোন মন্তব্য নেই