কাজে এলো না তিন দেশের প্রার্থনা, ব্রিটিশদের কাছে ৩১ রানে হারল ভারত।
নজরবন্দি ব্যুরোঃ কাজে এলো না তিন দেশের প্রার্থনা। ৩৩৮ রানের টার্গেট। শেষ ১০ ওভারে দরকার ১০৪। মানে ওভার পিছু প্রায় ১০। টি-২০ ক্রিকেটের যুগে এটা জলভাত। কিন্তু শেষ ১০ ওভারে জেতার আশাই ছেড়ে দিলেন মহেন্দ্র সিং। কমেন্ট্রিবক্সে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণরাও ধোনির কৌশল বুঝে উঠতে পারলেন না। বলতে গেলে তখনই ইংল্যান্ডের সামনে আত্মসমর্পণ করে দিল টিম ইন্ডিয়া। ভারতের হারে কণ্টকাকীর্ণ হয়ে গেল বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার সেমিফাইনাল যাওয়ার রাস্তা। এই প্রথম ভারত ছাড়া বাংলাদেশ ও পাকিস্তান চেয়েছিল ভারত জিতুক। ব্যাটিং সহায়ক পিচে এজবাস্টনে রবিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান। বেয়ারস্টো-স্টোকসদের ব্যাটিং তান্ডবে স্কোরবোর্ডে এদিন ৩৩৭ রান খাড়া করে থ্রি-লায়ন্সরা।
জবাবে শুরুতে কেএল রাহুলের উইকেট হারালেও ডেপুটি রোহিত ও অধিনায়ক কোহলির ব্যাটে একসময় বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারতীয় শিবির।৭টি চারের সাহায্যে ৭৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে আউট হন দলনায়ক। এরপর পন্তকে সঙ্গে নিয়ে চলতি বিশ্বকাপের তৃতীয় শতরানটি পূর্ণ করেন রোহিত শর্মা। তিনি আউট হলে বিশ্বকাপ অভিষেকের মঞ্চে এরপর পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে দলের রান রেট বাড়াতে উদ্যত হন ঋষভ পন্ত।
রোহিত শর্মার সঙ্গে তৃতীয় উইকেটে ৫২ ও পান্ডিয়ার সঙ্গে চতুর্থ উইকেটে ২৮ রানের অবদান রেখে ব্যক্তিগত ৩২ রানে (২৯ বল) সাজঘরে ফেরেন পন্ত।এই শ্লথ গতিতে খেলার জন্যেই ম্যাচ হারতে হল টিম ইন্ডিয়াকে । এদিন রোহিত ১০৯ বলে ১০২ রান করেন , অন্যদিকে শেষবেলায় ধোনি ৩১ বলে ৪২ রান ও কেদার যাদব ১২ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন ।এদিকে বিরাট কোহলির মতে নিয়মিত ব্যবধানে ভারতের উইকেট হারানোটাই বড় ফ্যাক্টর হয়ে গেল বার্মিংহ্যামে ইংল্যান্ডের কাছে হারের ৷
Loading...
কোন মন্তব্য নেই