সারা দেশে আজ থেকে কমল রান্নার গ্যাসের দাম।
নজরবন্দি ব্যুরোঃ রান্না ঘরে কিছুটা সস্তির আবহাওয়া, কারণ ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম কমতে চলেছে সারা দেশে। পয়লা জুলাই থেকে এলপিজি সিলিন্ডারের দাম ৭৩৭.৫০ টাকার পরিবর্তে ৬৩৭ টাকা হতে চলেছে, জানালো ইন্ডিয়ান অয়েল। বিদেশের বাজারে সিলিন্ডারের দাম কমার কারণেই এই সিদ্ধান্ত, জানা যাচ্ছে ইন্ডিয়ান ওয়েল সূত্রে।
ভর্তুকি যুক্ত সিলিন্ডারের মূল্য ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা সরকারের তরফে ভর্তুকি হিসেবে দেওয়া হবে। প্রসঙ্গত ১ জুন এলপিজি সিলিন্ডারে দাম বেড়েচিল ৩.২৫ টাকা করে। সেই সময়ে বিরোধী দলগুলির তরফে প্রতিবাদ করা হয়েছিল।
ভর্তুকি যুক্ত সিলিন্ডারের মূল্য ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা সরকারের তরফে ভর্তুকি হিসেবে দেওয়া হবে। প্রসঙ্গত ১ জুন এলপিজি সিলিন্ডারে দাম বেড়েচিল ৩.২৫ টাকা করে। সেই সময়ে বিরোধী দলগুলির তরফে প্রতিবাদ করা হয়েছিল।
Loading...
কোন মন্তব্য নেই