Header Ads

ভারত ম্যাচ হারলেও রেকর্ড করলেন শামি।

নজরবন্দি ব্যুরোঃ চলতি বিশ্বকাপে বঙ্গ পেসার মহম্মদ শামির প্রথম তিন ম্যাচের পারফরম্যান্স যেকোনো বোলারের স্বাপ্নের বোলিং হতে পারে।কারণ চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক। আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ ৪ উইকেট ঝুলিতে ভরার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ৪ উইকেট আর তারপর রবিবাসরীয় এজবাস্টনে ইংরেজ ব্যাটসম্যানদের তান্ডবের দিনেও দখল করে নিলেন ৫ উইকেট। একইসঙ্গে কেরিয়ারের প্রথম ৫ উইকেট ।

 আর এই উইকেট পাবার পর তিনি করে ফেললেন রেকর্ড। ছুঁলেন আফ্রিদিকে। বিশ্বকাপে টানা তিন ম্যাচে ৪ বা তার বেশি উইকেট দখল করার নজির এতদিন ছিল আফ্রিদির দখলে রবিবাসরীয় এজবাস্টনে ৫ ইংরেজ ব্যাটসম্যানকে শিকার করে সেই অনন্য রেকর্ডে আফ্রিদির সঙ্গে নিজের নাম জুড়ে নিলেন শামি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.