প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই।
নজরবন্দি ব্যুরোঃ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। শুধু সোমবার ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে এক ঘণ্টায় মুম্বই ডিভিশনের পালঘরে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় ঠাণের বেলাপুরে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্ধেরি, কুরলা, সান্টা ক্রুজ, বান্দ্রা, চার্নি রোড, বিকেসি সহ মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন। রাস্তা ডুবে যাওয়ায় গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়েছে।রেললাইন জলের তলায় চলে যাওয়ায় ব্যাহত মুম্বইয়ের প্রাণকেন্দ্র বলে পরিচিত রেল পরিষেবা।
মুম্বইয়ের একাধিক লোকাল ট্রেন আজ বাতিল করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল দাঁড়িয়ে এমনটা ঘটে গিয়েছে। বহু ট্রেনের গতিপথ ঘুরিয়ে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল দপ্তর।মুম্বইয়ের অন্যতম ব্যস্ততম জায়গা চেম্বুরের রাস্তাও গ্রাস করে ফেলেছে জল। প্রবল বৃষ্টির ফলে ক্রমাগত পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে সেখানে।
Loading...
কোন মন্তব্য নেই