Header Ads

নুসরতের সিঁদুর ও টিপ পরা বিতর্কে মুখ খুলুন মুখ্যমন্ত্রী, সুর চড়ালেন বিজেপি সাংসদ।

নজরবন্দি ব্যুরো: এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাংসদ ও টলি স্টার  নুসরত জাহান। সিঁদুর ও টিপ মাথায় শপথ নিয়ে ছিলেন তৃণমূল সাংসদ নুসরত। আর সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ার দৌলতে। ইতিমধ্যেই মুসলিম কট্টরপন্থীদের কটাক্ষের শিকার সদ্য বিবাহিতা ওই সাংসদ। তবে, তাঁকে তোপদাগার নিন্দায় সরব বিজেপি সহ নানা রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
কিন্তু, এখনও মুখ খোলেনি নুসরতের দল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে একেবারে নিশ্চুপ আছেন তৃনমূল নেত্রী। এই পরিস্থিতিতে বসিরহাটের সাংসদের পাশে দাঁড়িয়ে এই ঘটনার মুখ্যমন্ত্রীর কিছু বলা উচিত বলে মনে করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নুসরতের বিরুদ্ধে ফতোয়া প্রসঙ্গে হুগলির সাংসদ বলেন, "সিঁদুর পরবেন নাকি শাঁখা পরবেন, শপথ গ্রহণে কি পোশাক পরবেন সেটাও কি জিজ্ঞাসা করে পরতে হবে।" এরপরই তাঁর সংযোজন, "মুখ্যমন্ত্রীর নুসরতের পাশে দাঁড়ানো উচিত। ধর্ম নিয়ে রাজনীতি ঠিক না।"

লকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পিছনে আছে গভীর রাজনৈতিক কৌশল। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, এবারের লোকসভায় বঙ্গে মেরুকরণের ভোট হয়েছে। হিন্দু ভোটের বড় অংশ গিয়েছে বিজেপির পকেটে।
অপরদিকে, রাজ্যের অধিকাংশ মুসলিম ভোটারই আস্থা রেখেছেন তৃণমূলের উপর। যা নিয়ে বিজেপির কটাক্ষ ধেয়ে এসেছে মুখ্যমন্ত্রীর দিকে। ভোটের পর তৃণমূল নেত্রীর 'দুধেল গাই' মন্তব্য ছিল তার জবাব।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন এরাজ্যে সংখ্যালঘুদের প্রতি সরকার বৈমাত্রিক আচরণ করবে না। তবে, নুসরতের বিরুদ্ধে ফতোয়া নিয়েও মুখ খোলেনি বাংলার শাসক দল। কিন্তু কেন? লকেটের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে আবেদন করেন। আর লকেটের এই আবেদনের মধ্যে আছে নিখুঁত রাজনৈতিক পরিকল্পনা। এমনটাই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.