Header Ads

এবার সমহারে বেতন ও একাধিক সুযোগ-সুবিধা পাবেন রাজ্যের এই শিক্ষকরা!

নজরবন্দি ব্যুরো: অবশেষে জট কাটতে চলেছে। গ্রামীণ এসএসকে-এমএসকের শিক্ষকদের সমহারে বেতন ও ছুটি সহ একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইতিমধ্যে শহরের এসএসকে-এমএসকের শিক্ষকদের সংশ্লিষ্ট আর্থিক ও আরও কিছু সুযোগ-সুবিধা সুনিশ্চিত করতে পুর দফতরের তরফে লিখিত আকারে ফাইল-পত্র অর্থ দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।রথযাত্রা কি এবং কেন? জানুন রথযাত্রার আসল ইতিকথা। #SpecialArticle দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম।

একই সঙ্গে মন্ত্রী জানিয়েছেন, ফাইল যেহেতু অর্থ-দফতরে রয়েছে তাই পুরো বিষয়টি অমিত মিত্রের হাতে।
এই সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত লিখিত নির্দেশিকা আকারে জারি হতে বেশিদিন লাগবে না বলেই জানিয়েছেন তিনি। আর এই বিষয়ে ইতিমধ্যে এমএসকে-এসএসকে শিক্ষকদের বিষয়টি জানিয়ে আশ্বাস দিয়েছেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম।

দীর্ঘদিন ধরেই শহরের মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে) এবং শিশু শিক্ষা কেন্দ্রের (এসএসকে) শিক্ষকরা বিবিধ দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন।
সম্প্রতি সেই সমস্ত দাবি নিয়েই রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের দ্বারস্থ হন এই শিক্ষকরা। পুরসভাগুলির অধীনে থাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষকরা বিধানসভায় ফিরহাদ হাকিমের ঘরে দীর্ঘক্ষণ বৈঠক করেন। যেখানে তাঁদের ক্ষোভের কথা মন্ত্রীকে জানান এই শ্রেণির শিক্ষকরা।

সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্য সরকার এই বিষয়ে তার লিখিত নির্দেশিকা জারি করবে বলেও শিক্ষকদের আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.