Header Ads

“আমার মনে হয় জার্সি বদলানটাই ভারতের বিজয়রথ আটকে দিল”- মেহবুবা মুফতি।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে ভারতের অপরাজেয় তকমা খোয়ানোর পিছনে কারণ যাই থাকুক ভারতের এই হারের পিছনে কারণ হিসেবে নেটিজেনদের একাংশ দায়ী করছে নতুন গেরুয়া জার্সিকেই। নেটিজেনদের একাংশের দাবি গেরুয়া জার্সি পরাটাই ভারতের বিপত্তির কারণ। পাকিস্তান সমর্থকরা আবার বলছেন ইচ্ছে করেই হেরেছে ভারত।রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে থমকে গিয়েছে ভারতের বিজয়রথ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ধোনির হারের আগেই হার মেনে নেওয়ার মানসিকতাকে তুলোধনা করছেন। অনেকে আবার বলছেন, গেরুয়া জার্সিটাই ভারতের জন্য অপয়া।
 এই একই কথা মনে করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি টুইটে বলেন “আর কেউ কুসংস্কার মানে কিনা জানিনা। আমি অন্তত কুসংস্কার মেনে চলি। আমার মনে হয় জার্সি বদলানটাই ভারতের বিজয়রথ আটকে দিল” বিশেষজ্ঞরাও ভারতীয় দলকে তুলোধনা করছেন। ম্যাচে ধারাভাষ্য চলাকালীনই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ধোনি এবং কেদার যাদবের গা ছাড়া ব্যাটিং প্রশ্ন তুলেছিলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.