শামি ৩ এ ৩। রুদ্ধশাস ম্যাচে আফগানদের ১১ রানে হারিয়ে বিশ্বকাপে টানা চতুর্থ ম্যাচ জিতলো ভারত
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের আশায় প্রহর গুনছিলো সাউদাম্পট স্টেডিয়াম।এই হয়তো আফগানরা মেন ইন ব্লু কে হারিয়ে বিশ্বকাপের নয়া রেকর্ড গড়তে চলেছে।কারণ বল হাতে একঝাঁক বিশ্বত্রাস ব্যাটসম্যান দের অল্প রানে আটকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রশিদরা। কিন্তু শেষমেষ রুদ্ধশাস ম্যাচে বাজিমাত করেন শামি বুমরা।আফগানিস্তানকে ১১রানে হারিয়ে বিশ্বকাপে টানা চতুর্থ জয় তুলে নিল টিম ইন্ডিয়া।শেষ ওভারে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বঙ্গ পেসার মোহাম্মদ শামি।টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত মাত্র ১রান করে বোল্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।ওপর ওপেনার রাহুল করেন ৫৩ বলে ৩০ রান।
অধিনায়ক বিরাট ৬৭ রান করে আউট হন।বিজয় শঙ্কর করেন ২৯ রান।এরপর ধোনি ও কেদার মন্থর গতিতে ব্যাটিং করতে থাকেন।অনেক বল নষ্ট করে এদিন ধোনি করেন ২৮রান(৫২বলে)।অপরদিকে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কেদার যাদব।শেষ পর্যন্ত মাত্র ২২৫ রান এর টার্গেট দেয় ভারত।এরপর ব্যাট করতে নেমে ওপেনার জাজাই কে ১০ রানে বোল্ড করেন শামি।নাইবকে ২৭ রানে ফেরান হার্দিক।কিন্তু রহমত ও সাহিদী জুটি দলকে টানতে থাকেন।কিন্তু ব্যাক্তিগত ৩৬ ও ২১ রানে ফিরে যান তারা।এরপর আবার জুটি তৈরি করেন নবি ও জারদান।
কিন্তু সেই জুটিও বেশিক্ষন টেকেনি।শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান।আর এখানেই খেল দেখালেন ৪ ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসে থাকা শামি।শেষ ওভারে হ্যাটট্রিক করে ভারতকে জেতানোর সাথে সাথে চেতন শর্মার পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন তিনি।শামি ৪ এবং ২ টি করে উইকেট নিয়েছেন বুমরা চাহাল ও হার্দিক।২১৩ রানে অল আউট হয়ে ১১রানে হারলো আফগানরা।
অধিনায়ক বিরাট ৬৭ রান করে আউট হন।বিজয় শঙ্কর করেন ২৯ রান।এরপর ধোনি ও কেদার মন্থর গতিতে ব্যাটিং করতে থাকেন।অনেক বল নষ্ট করে এদিন ধোনি করেন ২৮রান(৫২বলে)।অপরদিকে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কেদার যাদব।শেষ পর্যন্ত মাত্র ২২৫ রান এর টার্গেট দেয় ভারত।এরপর ব্যাট করতে নেমে ওপেনার জাজাই কে ১০ রানে বোল্ড করেন শামি।নাইবকে ২৭ রানে ফেরান হার্দিক।কিন্তু রহমত ও সাহিদী জুটি দলকে টানতে থাকেন।কিন্তু ব্যাক্তিগত ৩৬ ও ২১ রানে ফিরে যান তারা।এরপর আবার জুটি তৈরি করেন নবি ও জারদান।

No comments