Header Ads

সেনাদের গুলিতে খতম জইশ-ই-মহম্মদের কমান্ডার লুকমান।

নজরবন্দি ব্যুরোঃ প্রায় এক সপ্তহ ধরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় জাঙ্গি তৎপরতা খুব বেড়ে গিয়েছিল। এর পর শনিবার সকালে সেনা খবর পায় জথালানের বিভিন্ন জায়গায় জইশ জঙ্গিরা লুকিয়ে রয়েছে। শুরু হয় তল্লাশি। আর তার সাথে চলতে থাকে ব্যাপক গুলির লড়াই। সেনা সূত্রে দাবি করা হয়েছে, গুলিতে খতম হয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার লুকমান।
 সে ওই এলাকায় লুকিয়ে ছিল। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ হামলার পর থেকেই জম্মু, কাশ্মীরের বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে ব্যাপক ধরপাকড় শুরু করে সেনা ও এনআইএ। উল্লখ মে মাসে আর এক জইশ কম্যান্ডার খালিদকে খতম করে ভারতীয় সেনা জওয়ানরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.