বঙ্গে বর্ষার কি পরিস্থিতি? কোথায় কেমন বৃষ্টি হবে? জানুন বিস্তারিত।
নজরবন্দি ব্যুরোঃ বর্ষা রানির আগমন ঘটে গিয়েছে বঙ্গে। এবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ জুন অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে। ২৭ জুন পর্যন্ত সবকটি জেলায় এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানানো হয়েছে। সপ্তাহা শেষে ঢুকেছে বর্ষা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার পশ্চিমাঞ্চলের কিছু জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কলকাতা-সহ পার্শবর্তী এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে পারে। দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সোমবার পশ্চিমাঞ্চলের কিছু জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কলকাতা-সহ পার্শবর্তী এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে পারে। দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

No comments