Header Ads

আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়ে কি বললেন বিরাট?

নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তানের বিরুদ্ধেও শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় পেয়েছে ভারত। অতিরিক্ত আত্মবিশ্বাস? নাকি সত্যিই কঠিন পিচ? কি বললেন অধিনায়ক পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ? “সত্যি বলতে কি যে আমরা ভাল ক্রিকেট খেলছি। আজ আমরা টস জিতি আর বোর্ডে বড়ো রান তুলতে চেয়েছিলাম, কিন্তু বিপক্ষ দলে তিনগুন কোয়ালিটি স্পিনার ছিল আর সেই সঙ্গে পিচও স্লো ছিল এই কারণে ২৭০ রানের স্কোরও যদি আমরা করতাম তো সেটা যথেষ্ট ভাল হত। ২৫০ রানের স্কোরও এই উইকেটে একটা ফাইটিং টোটাল হত। যদিও আমাদের বোলারদের শ্রেয় যায় যে ওরা ২২৪ রানও ডিফেণ্ড করেছে”। তিনি আরও বলেন “আফগানিস্তানের মত দল যাদের কাছে অনেক প্রতিভা আছে তারা আপনাকে সেইভাবে খেলতে দেয় না, যেভাবে আপনি খেলতে চান।
যদিও কম স্কোর সত্তেও আমাদের সকলের সামুহিক বিশ্বাস ছিল যে আমরা এটা জিততে পারি। যেমনই আমি ক্রিজে গেছি, আমি এই পিচের গতিকে বুঝেছি, এই পিচে ক্রস ব্যাটিংয়ের শট সহজ নয়, এই কারণে আমি স্ট্রাইক রোটেট করার ব্যাপারে ভাবি। আমার মনে হয় যে হরাইজেন্টাল ব্যাট শটে আমাদের উইকেট আউট হয়, এই কারণে আমি জানতে পারি যে এই পিচে সোজা ব্যাটে খেলাই একমাত্র ধরণ ছিল। আফগানিস্তানের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে, এই কারণে ওদের শ্রেয় পাওয়া উচিত। যদিও আমাদের ব্যাটসম্যানদের শট নির্বাচনও এর থেকে ভাল হতে পারত”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.