শিখর,ভুবির পর এবার চোট পেলেন ভারতের এই তারকা ক্রিকেটার। চাপে বিরাট।
নজরবন্দি ব্যুরোঃ চোট সমস্যাই জর্জরিত ভারতীয় শিবির। চোটের জন্য দেশে ফিরে এসেছেন শিখর ধাবন। পায়ে চোট লেগে ৩টি ম্যাচ বাইরে হয়েছেন ভুবি, আর এবার বিজয় শঙ্কর। অনুশীলনে চোট পেলেন অলরাউন্ডার বিজয়। বুধবার বৃষ্টিভেজা মাঠে অনুশীলন করছিল টিম ইন্ডিয়া ।
নেটে ব্যাট করার সময় জসপ্রীত বুমরাহের একটি ইয়র্কার এসে লাগে বিজয়ের পায়ে । প্রাথমিক ভাবে দেখে মনে হয়ছে খুব একটা বড় কিছু নয়, তবে খুরিয়ে হাঁটছিলেন বিজয়। আগামী ম্যাচে তিনি কতটা নিশ্চিত তা বলা যাচ্ছে না এখুনি।
No comments